রিপোর্টার্স২৪ ডেস্ক: ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ঠিকই, তবে এর সঙ্গে বেড়েছে গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকিও। অনেকেই অজান্তেই নিজের জন্মতারিখ, ঠিকানা, সম্পর্কের অবস্থা কিংবা বন্ধু তালিকা প্রকাশ করে ফেলেন, যা হ্যাকার বা অনলাইন প্রতারকদের জন্য হতে পারে একটি সোনার খনি। তবে চিন্তার কিছু নেই।
ফেসবুকের নানা সেটিংস ঠিকভাবে ব্যবহার করলে আপনি সহজেই নিজের প্রোফাইলকে অনেকটা গোপন রাখতে পারবেন। চলুন জেনে নিই, কীভাবে সহজ কিছু ধাপে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আরও প্রাইভেট ও নিরাপদ করবেন।
চলুন প্রথমেই জেনে নিই ফেসবুকের প্রাইভেসি অপশনগুলো কী কী
ফেসবুকে আপনি বিভিন্ন পোস্ট, ছবি, প্রোফাইল তথ্য কারা দেখতে পাবে তা নির্ধারণ করতে পারেন। অপশনগুলো হলো:
পাবলিক: সবার জন্য উন্মুক্ত। ফেসবুকে না থাকলেও যে কেউ দেখতে পারবে।
বন্ধুরা: শুধু আপনার ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিরা দেখতে পারবে।
কিছু বন্ধু বাদ দিয়ে: নির্দিষ্ট কিছু বন্ধুকে ছাড়া বাকিরা দেখতে পারবে।
নির্দিষ্ট বন্ধু: শুধু নির্বাচিত কিছু বন্ধু দেখতে পারবে।
শুধু আমি: শুধু আপনি দেখতে পারবেন। কারও সঙ্গে শেয়ার হবে না।
রিপোর্টার্স২৪/ ঝুম