বন্ধু আমার মনের মতো আজও হলো না
আমি বন্ধুর মনের মতো তাও বুঝলো না
সাদা বললে কালো বোঝে এই বন্ধুর স্বভাব
তাইতো আমাদের মাঝে ভালোবাসার অভাব
আমি চাই বন্ধুর হতে, বন্ধু কি আসলে চায়?
আমি কভু ভুল করেও দেবো না পা দুই নৌকায়
বন্ধু যদি ক্ষতি করে তা মনে থাকে গেঁথে
সেই কথা ভোলা যায় না দিন কিংবা রাতে
বন্ধু যদি সত্যিই ভালোবাসে মন থেকে
আমিও বাসবো ভালো তারে রাখবো অনেক সুখে।