রিপোর্টার্স২৪ ডেস্ক:
বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে মিয়ানমার সংকট মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।
মালয়েশিয়া সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থী সংকট সমাধান মালয়েশিয়ার অগ্রাধিকারের মধ্যে অন্যতম। বিশেষ করে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ যে ভার বহন করছে, সেটি লাঘবে মালয়েশিয়া সহায়তা অব্যাহত রাখবে। তিনি ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তার গুরুত্বও তুলে ধরেন।
মিয়ানমার সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তাদের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় করে মিয়ানমার সফর করবেন। এর মাধ্যমে সেখানে শান্তি প্রতিষ্ঠা এবং জাতিগত সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতার শান্তিপূর্ণ সমাধান খোঁজা হবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস যৌথ ব্রিফিংয়ে বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে, যার মাধ্যমে দেশকে স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনা হবে। তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরের অংশ হিসেবে তিনি ব্যবসায়িক ফোরাম, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়, নেগেরি সেমবিলানের রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সাক্ষাৎ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন।