রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ফুটবলাররা প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছে। দেশের প্রতিভাবান উঠতি খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে। ফুটবলারদের এই সফর শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের এক নতুন দিগন্তও খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সফরকালে বিকেএসপির তরুণ ফুটবলাররা জাপানের বিভিন্ন যুব ফুটবল ক্লাব ও প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে প্রীতি ম্যাচ ও যৌথ প্রশিক্ষণে অংশ নেবেন। এ ছাড়া, জাপানের আধুনিক ফুটবল কাঠামো ও প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগও পাবেন তারা।
ফুটবলারদের এ অভূতপূর্ব সফর সফল করতে সহায়তা করেছে বাংলাদেশ ও জাপানের যৌথ ক্রীড়া উন্নয়ন কর্মসূচি। বিকেএসপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে গড়ে তোলার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে।
জাপান সফরের আগে বিকেএসপিতে এক সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক, কোচ, কর্মকর্তা, অভিভাবক এবং ক্রীড়া সংগঠকরা।
বিকেএসপির একজন কোচ বলেন,এই সফর আমাদের ফুটবলারদের মানসিকতা ও দক্ষতায় বড় পরিবর্তন আনবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য ভালো প্রস্তুতি হবে।
রিপোর্টার্স২৪/ঝুম