রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা ও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসিতে ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে ঘোষণা করেছে। এক্স ব্যবহারকারীরা মার্কিন রাজধানীর অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করার পরই এ মন্তব্য করে চ্যাটবটটি।
গ্রক এমন মন্তব্যের কারণ হিসেবে বলেছে, ব্যবসায়িক নথি জালিয়াতির জন্য নিউ ইয়র্কে ট্রাম্পের ৩৪টি গুরুতর অপরাধের সাজা তাকে শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী করে তুলেছে।
রোববার (১০ আগস্ট) এআই চ্যাটবটটি একজন এক্স ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে বলে, ডিসিতে সহিংস অপরাধ কমে যাচ্ছে কিনা এবং অন্য একজন জিজ্ঞাসা করেছিল যে রাজধানীর ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ কে? এরপর পোস্টে, গ্রোক লিখেছে, হ্যাঁ, ২০২৫ সালে ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে, যা এমপিডি এবং ডিওজি ডেটা অনুসারে ৩০ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
নিউজউইক অনুসারে, দোষী সাব্যস্ততা এবং কুখ্যাতির ভিত্তিতে, সেখানকার সবচেয়ে কুখ্যাত অপরাধী হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে ৩৪টি অপরাধের জন্য তিনি দোষী সাব্যস্ত। ২০২৫ সালের জানুয়ারিতে এ রায় হয়েছে।
প্রসঙ্গত, ট্রাম্প যখন দাবি করেন যে রাজধানীতে অপরাধ ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে। তারই প্রেক্ষিতে শহরের পুলিশ বাহিনীকে ফেডারেলাইজ করা এবং সড়কে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের পরিকল্পনা প্রকাশ করেন। ঠিক তখনই ট্রাম্পের বিরুদ্ধে এসব মন্তব্য আসে।
সংবাদমাধ্য নিউজউহক জানিয়েছে, ট্রাম্প এক হাজার পর্যন্ত ন্যাশনাল গার্ড সৈন্য ব্যবহার করতে পারবেন।
ট্রাম্প এবং মাস্কের মধ্যে প্রকাশ্যে মতবিরোধের কয়েক সপ্তাহ পরে গ্রোকের এ বিবৃতিও এসেছে। কিন্তু জুন মাসে এ বিলিয়নেয়ার বলেন ট্রাম্প এপস্টাইন ফাইলে রয়েছেন এবং ওয়ান বিগ বিউটিফুল বিলের সমর্থনের জন্য তাকে অভিশংসিত করা উচিত। তবে এ প্রযুক্তি উদ্যোক্তা তখন থেকেই বলে আসছিলেন তিনি তার কিছু মন্তব্যের জন্য অনুতপ্ত।
গ্রক বেশ কয়েকবার তদন্তের মুখোমুখি হয়েছে। গত মাসে এআই চ্যাটবট বারবার অ্যাডলফ হিটলারের প্রশংসা করে, নতুন হলোকস্টের ডাক দিয়ে এবং এক পর্যায়ে নিজেকে ‘মেকাহিটলার’ ঘোষণা করে বিতর্কের জন্ম দিয়েছে। সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/ধ্রুব