রিপোর্টার্স২৪ ডেস্ক:
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ধূমকেতু'। এই ছবির হাত ধরেই দীর্ঘ ৯ বছর পর ফের দর্শক ফিরে পেয়েছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে। সিনেমা মুক্তির পরই বিশেষ বার্তা দিলেন পরিচালক রাজ চক্রবর্তী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) পরিচালক তার সামাজিক মাধ্যমে ধূমকেতু'র পোস্টারের ছবি ভাগ করে নিয়েছেন। তিনি লেখেন,এত বছরের প্রতীক্ষা শেষ। 'ধূমকেতু'র উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলীসহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় #Dhumketuমিস করবেন না যেন!
তার এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভশ্রীর স্বামীকে প্রশংসায় ভরে দেন নেটিজেনরা। একজন লেখেন, আপনি একজন ভালো স্বামী। আর একজন লেখেন, ‘রাজ দা তুমি সত্যি শুভর জন্য সঠিক মানুষ।
দেব-শুভশ্রী ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ধূমকেতু সিনেমায়। সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি আর মুক্তি পায় না। অবশেষ ১৪ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি।
রিপোর্টার্স২৪ঝুম