ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় বিদেশী মদ, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ তোফাজ্জল হত্যা মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুর কে আটক করেছে যৌথবাহিনী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামিরদিয়া ডোবালিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ১১৩ বোতল বিদেশি মদ, চারটি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুর ওই এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।