ঝিনাইদহ প্রতিনিধি : ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি। আটকরা সবাই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপি'র পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তির তথ্যে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের মাঠ ৭ বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি। এরপর একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র পৃথক অভিযানে জিনজিরাপাড়া গ্রামের মাঠ থেকে আরও ৬ জন এবং দুপুর ১ টার দিকে খোসালপুর বিওপির অপর এক অভিযানে আরও ৪ জন নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। সর্বশেষ যে চারজনকে আটক করা হয়েছে, তারা সবাই নারী।
আটক নারীদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
রিপোর্টার্স২৪/সোহাগ