| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উমর ফারুকের কথায় কণ্ঠদিলেন মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস

  • আপডেট টাইম: 13-08-2025 ইং
  • 385225 বার পঠিত
উমর ফারুকের কথায় কণ্ঠদিলেন  মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস
ছবির ক্যাপশন: উমর ফারুকের কথায় কণ্ঠদিলেন মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সাংবাদিক কবি কথাসাহিত্যিক ও গীতিকার উমর ফারুকের লেখা নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী- মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস। গানের কথা- ওই নয়নে নয়ন রেখেছি/ মন তোমায় খুঁজে পেয়েছি/ মনের সুতোয় টান লেগেছে/ মন তোমার প্রেমে পড়েছে/ ও সুন্দরী ললনা/ তোমার তো হয় না তুলনা... এ রোমান্টিক গানটির সুর করেছেন শাহীন বিশ্বাস। মিউজিক করেছেন- মেধাবী সংগীত পরিচালক কে এইচ রিপন। আলফা স্টুডিওতে গানটি কাজ শেষ হয়েছে। গানটি শিগগিরই আগামী ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।

গানটি সর্ম্পকে জানতে চাইলে গীতিকার উমর ফারুক বলেন, সাংবাদিকতা আমার পেশা। সাহিত্য চর্চা করি নিয়মিত। লেখি কম, পড়ি বেশি। একজন ভালো শ্রোতা আমি। আর গানের প্রতি দুর্বলতা আমার অনেক। আবেগী মনে সবসময় গুণ-গুণ করি। আবেগ যখন সাড়া দেয়, তখনই গান লিখে ফেলি। এই গানটি বেশ রোমান্টিক। গভীর রাতে এই গানের লিরিক লিখেছি। তবে, মজার বিষয় হচ্ছে, গানটির লেখার সাথে-সাথে কণ্ঠশিল্পী শাহীন বিশ্বাসকে জানাই। উনি রাত জেগে গানটির সুর করেছেন। ভাবছিলাম গানটি শাহীন বিশ্বাস গাইবেন। কিন্তু না। গানের সুর হওয়ার পর পাল্টে যায় সিদ্ধান্ত। খুঁজে নিতে হয় এ সময়ের ব্যস্ততম সিনেমার কণ্ঠশিল্পী মিতা মল্লিককে। শাহীন বিশ্বাস ও মিতা মল্লিকের দ্বৈত কণ্ঠে গানটি পরিপূর্ণতা পায়। গুণী কণ্ঠশিল্পী মিতা মল্লিক ও শাহীন বিশ্বাসের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই গানটি। গানের প্রতিটি লাইন শ্রোতাদের মনজয় করবে বলে আমার বিশ্বাস।  

কণ্ঠশিল্পী মিতা মল্লিক বলেন, গানের লিরিকগুলো সুন্দর। রোমান্টিক লিরিকের সুরটাও ছিল দূর্দান্ত। কথা সুর মিউজিক চমৎকার হওয়ায় আমিও সহজে কণ্ঠে ধারন করতে পেরেছি। চেষ্টা করেছি ভালো গাইতে। শ্রোতাদের ভালো লাগবে গানটি। 

সুরকার ও কণ্ঠশিল্পী শাহীন বিশ্বাস বলেন, গীতিকার উমর ফারুক অনেক ভালো ভালো গান লিখেছেন। শ্রোতাদের কাছে তার লেখুনি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গান নিয়ে তার সাথে প্রায়ই কথা হয়। সেদিন রাতে কথার ফাঁকে গানের লিরিক দিলেন। আমিও কৌতহুলি মনে কথাগুলো সুরে ফেললাম। এক পর্যায়ে এই সুরটি মনে ধরলো। এরপর  জনপ্রিয় শিল্পী মিতা মল্লিকসহ গেয়েছি। আমার খুবই ভালো লেগেছে। শ্রোতাদেরও ভালো লাগবে।

সঙ্গীত পরিচালক কে এইচ রিপন বলেন, প্রতিদিনেই নতুন নতুন গান নিয়ে কাজ করি। গানের গল্প ও সুর চিন্তা করেই মিউজিক তৈরি করি। সেক্ষেত্রে ভালো গান পাওয়ার আশায় থাকি। সেই আশায় জোগান দিয়েছেন গীতিকার উমর ফারুকের লেখা ও শাহীন বিশ্বাসের সুর করা গানটি। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো মিউজিক করার। অত্যন্ত ভালো গেয়েছেন শাহীন বিশ্বাস ও মিতা মল্লিক। গানটি শ্রোতাদের মনে জায়গা করে নিলেই সবার চেষ্টার সফলতা আসবে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪