| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তীব্র প্রশ্ন নীলা ইসরাফিলের

  • আপডেট টাইম: 07-08-2025 ইং
  • 405445 বার পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তীব্র প্রশ্ন নীলা ইসরাফিলের
ছবির ক্যাপশন: নীলা ইসরাফিল এর ফেসবুক থেকে নেয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি বিস্ফোরক ফেসবুক পোস্টে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন নীলা ইসরাফিল। পোস্টটিতে তিনি  একটি ছবি শেয়ার দিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাষ্টা আসিফ মাহমুদের ভূমিকা নিয়ে। তিনি লিখেছেন, “আমার প্রশ্ন খুব সোজা, আমরা কি উপদেষ্টা আসিফ মাহমুদ কে ধর্ষকের পাহারাদার বলতে পারি নাহ?”

উপদেষ্টা আসিফ মাহমুদকে কুরবানির ঈদের দিন আমাকে দাওয়াত দিতে হলো কেন? আর আমার পাশে এরা কারা??? আমি যদি সত্যিই NCP-এর কেউ না হই, তাহলে তার মতো একজন প্রভাবশালী ব্যক্তি, একজন তথাকথিত 'দলীয় অভিভাবক', কোন প্রয়োজন বা প্ররোচনায় আমাকে সেই আয়োজনে ডাকলেন?এই দাওয়াত কি নিছক সৌজন্য ছিল, নাকি ছিল কৌশলগত এক ফাঁদ যেখানে আমাকে সামনে রেখে সাজানো হচ্ছিল এক রাজনৈতিক ভ্রান্তি, এক মিথ্যা সম্মিলন?

এছাড়া, তিনি প্রশ্ন করেন, ধর্ষণ অভিযুক্ত তুষারের পাশে দাঁড়ানো মানেই কি তার প্রতি সমর্থন? আর NCP কীভাবে প্রতিটি থানায় কোরবানির গরু দেয়ার মতো অর্থের জোগান পেল—সেটিও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। 

নীলা আরও লিখেন, “যখন আমিই প্রশ্ন করি, আমার সাহসকে ‘দোষ’ বানানো হয়, আমার সত্যকে 'অপরাধ' বানিয়ে উপস্থাপন করা হয়।”

তবে ইতিহাস বলে যে প্রশ্ন তোলে, সেই পথ দেখায়। আর যারা প্রশ্ন এড়িয়ে যায়, তারা শুধু মুখোশ পরে থাকে। চলুন এবার মুখোশ সরাই।

প্রশ্ন করি। জবাব নেই তাও প্রশ্ন তুলি।

কারণ ইতিহাস নিরব থাকলে অপরাধীরা চিৎকার করে।

তার এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে একে রাজনৈতিক সততার প্রতীক হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বলেও অভিহিত করছেন।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪