| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি: তারেক

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 27973 বার পঠিত
দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি: তারেক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টারর্স২৪ ডেস্ক: আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেছেন,ডেসটিনি গ্রপের রফিকুল আমীনের ‘আম জনগণ পার্টি’ দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে । অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এ অভিযোগ করেন। 

মো. তারেক রহমান বলেন, ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেছেন। আমি  প্রধান নির্বাচন কমিশনারকে বলি, সেই দলের নিবন্ধন বাতিল করুন।

নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কি না, আর কী প্রমাণ আছে আপনার হাতে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা। নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। 

তিনি বলেন, তিনি কী জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ ত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনে ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে।

গত ৪ নভেম্বর থেকে নিবন্ধনের দাবিতে ইসির মূল ফটকের সামনে টানা ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন তারেক। তিনি বলেন, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার শরীর তা বলছে। ইসির একজন যুগ্ম সচিব বৃহস্পতিবার (৬ নভেম্বর) এসে আমার বক্তব্য শুনে গেছেন। তারা এখনো কোনো জবাব দেননি। 

রিপোর্টারর্স২৪/এসসি 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪