| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ওয়ানডে বিশ্বকাপ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম: 20-10-2025 ইং
  • 137754 বার পঠিত
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা
ছবির ক্যাপশন: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল। পরের চার ম্যাচে টানা হারলেও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে টাইগ্রেসদের সামনে। সেই সমীকরণ মেলানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে খেলাটি। এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ফলে আগে ফিল্ডিং করেবে বাংলাদেশ।

টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, আমরা আগে ব্যাট করব, পিচটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। ৩-৪ ম্যাচ পর অবশেষে রোদ দেখা যাচ্ছে, ভালো লাগছে। আশা করি আজ ভালো ক্রিকেট খেলতে পারব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। দলে একটি পরিবর্তন আনা হয়েছে — উদেশিকা প্রাবোধানি দলে এসেছেন পিউমি ওয়াতসালার জায়গায়।

টস হেরে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের বোলাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, আশা করছি আমরা তাদের এমন একটা স্কোরে আটকে রাখতে পারব যেটা আমরা তাড়া করতে পারি। আমাদের দলে ভালো স্পিনার আছে এবং আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব। দলে দুটি পরিবর্তন হয়েছে — মারুফা আক্তার এবং নাহিদা আক্তার আবার দলে ফিরেছেন।’

বাংলাদেশ একাদশ : ফারজানা হক পিংকি, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার।

শ্রীলঙ্কা একাদশ : বিশ্মি গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা সমারাবিক্রমা, কবিশা দিলহারি, নিলাক্ষী ডি সিলভা, আনুষ্কা সঞ্জীবনী (উইকেটরক্ষক), উদেশিকা প্রাবোধানি, সুগন্ধিকা কুমারী, মালকি মাদারা, ইনোকা রানাওয়ীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪