| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃষ্টিতে মান রক্ষা, সান্ত্বনার এক পয়েন্ট পেলো বাংলাদেশ

  • আপডেট টাইম: 26-10-2025 ইং
  • 88478 বার পঠিত
বৃষ্টিতে মান রক্ষা, সান্ত্বনার এক পয়েন্ট পেলো বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক:নিজেদের ইতিহাসে সেরা সাফল্য নিয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শেষ করার আশা অপূর্ণই থাকলো বাংলাদেশের। তবে শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একেবারে তলানিতে পড়া থেকে বেঁচে গেছে নিগার সুলতানারা।

রবিবার মুম্বাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। আগের বিশ্বকাপের রেকর্ড স্পর্শ করতে আজ জয়ের প্রয়োজন ছিল। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে দুটি জয়ই ছিল তাদের সেরা সাফল্য। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। এক জয়, পাঁচ হার ও একটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে তিন পয়েন্টে সপ্তম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। নেট রান রেটে পিছিয়ে থাকায় সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ। ম্যাচের পরিধিও কমে আসে ২৭ ওভারে। একাধিকবার খেলা থামায় ব্যাটারদের ছন্দে প্রভাব পড়ে। ৯ উইকেটে ১১৯ রান তোলে লাল-সবুজরা। দলের পক্ষে ৫৩ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার, সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২১ বলে ২৬ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ৯ রানে রানআউট হন। শারমিন ও সোবহানার ৩৮ রানের জুটি কিছুটা স্থিতি আনলেও পরে রাধা যাদবের আঘাতে ৩ উইকেটে ৯১ রান থেকে ধসের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১১৭ রানে হারায় নবম উইকেট! রাধা ৩০ রানে নেন ৩টি উইকেট। 

তার পর বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ১২৬ রান। জবাবে ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিল স্বাগতিকরা। ঠিক তখনই নামে বৃষ্টি। তার পর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪