| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে গঙ্গাজল অর্পণ ‌ উৎসব পালিত

  • আপডেট টাইম: 28-07-2025 ইং
  • 434643 বার পঠিত
ফরিদপুরে গঙ্গাজল অর্পণ ‌ উৎসব পালিত
ছবির ক্যাপশন: ফরিদপুরে গঙ্গাজল অর্পণ উৎসব পালিত হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরে গঙ্গাজল অর্পণ উৎসব পালিত হয়েছে ‌। এ উপলক্ষে আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৫-৩০ মিনিট থেকে ‌ সকাল ৯ টা পর্যন্ত ‌ ফরিদপুর শহরে বিভিন্ন মন্দিরে ‌ গঙ্গাজল অর্পণ করা হয়। 

গঙ্গা জল অর্পন কমিটি, ফরিদপুরের উদ্যোগে শহরের নীলটুলি স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির, কৈলাশ ধাম শিব মন্দির,

মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির, রথখোলার ‌নন্দালয় শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দিরে গঙ্গাজল অর্পণ করা হয় ‌।

এর আগে ভক্তবৃন্দ ‌ ফরিদপুরের পৌর ‌ বিসর্জন ঘাট ‌কুমার নদীতে ‌ স্নান সম্পন্ন করে।সেখানে মন্ত্র পাঠ অনুষ্ঠিত হয়। গঙ্গাজল অর্পণ শেষে ‌ ভক্তবৃন্দের মধ্যে ‌ প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া ‌ গঙ্গাজল অর্পণ  উপলক্ষে  এসব ‌ মন্দিরে  বিশেষ প্রার্থনা ‌ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।

গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান উপলক্ষে  শহর  ও শহরতলীর  বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ  অংশগ্রহণ করেন।



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪