| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম: 28-07-2025 ইং
  • 434446 বার পঠিত
নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল। ২৪ জুলাই (বৃহস্পতিবার)  মোজাফফর হোসেনকে অফিশিয়ালভাবে  বরখাস্তের নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে।

ওয়াপাড়া পৌর সভার সাবেক দুর্নীতিগ্রস্ত মেয়র সুশান্ত কুমার দাস শান্ত  ও মোজাফফর হোসেন কলেজ জীবন থেকে  ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সেই জন্য সাবেক মেয়রের আস্থাভাজন হিসাবে ছিলেন অনেক ক্ষমতাধর ব্যক্তি। কর নির্ধারক থাকার সময় ক্ষমতার দাপটে করেছেন নানা অনিয়ম। এছাড়াও পৌর সভার নাগরিকদের যখন তখন  হেনস্তা করা ছিল তার নিত্য দিনের কাজ। 

সরকার পতনের পর তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের হয়। অফিসের নিয়ম উপেক্ষা করে গোপনে আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে স্ত্রী  হাজত বাসে থাকা স্বামীর স্বাক্ষরিত ছুটির আবেদন পৌরসভার কর্মকর্তা কাছে জমা দেন ।

পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন বসেন, নির্ধারক মোজাফ্ফারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। উনি জেল হাজতে থাকাকালে তার তার স্ত্রী ছুটির আবেদন করেন। যদিও বিশেষ বিবেচনায় তার ছুটির আবেদন মঞ্জুর করা হতো।

কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার ফলে গত ২৪ জুলাই তাকে সাময়িক বরখাস্তের অফিশিয়াল নোটিশ দেয়া হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নওয়াপাড়া পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল বলেন যেহেতু তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা চলমান রয়েছে তাই তার বিরুদ্ধে এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪