| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে সংবিধান-সনদ কিছুই মানি না: এনায়েতুল্লাহ আব্বাসী

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2692 বার পঠিত
মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে সংবিধান-সনদ কিছুই মানি না: এনায়েতুল্লাহ আব্বাসী

রিপোর্টার্স২৪ ডেস্ক : তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, সংবিধানে যদি মুসলমানদের মৌলিক দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে আমরা সেই সংবিধানও মানি না, সনদও মানি না। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তার বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।

আব্বাসী বলেন, আল্লাহ তাআলা তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। উনার পরে কোনো নবী-রাসূল ছিলেন না, এখনো নেই এবং কেয়ামত পর্যন্ত আসবেও না। এটাই খতমে নবুওয়তের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলিম হতে পারে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেক্যুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চায়না। তাদের কাছে আমার সেক্যুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ শুধু দেশের অমুসলিমদের স্বার্থ করা?

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, দেশের প্রকৃত মালিক যে প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে সেই মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে আদায় না করা হয় তাহলে সেই সংবিধানও আমরা মানি না। সেই সনদও মানি না।

এ সময় খতমে নবুওয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ৷ খতমে নবুওয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪