রিপোর্টার্স২৪ ডেস্ক : মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫ জন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন।
এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭৫,৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
পূর্বের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১,৭০৫ জন।
রিপোর্টার্স২৪/আরকে