রিপোর্টার্স২৪ ডেস্ক : রোববার (৯ নভেম্বর) আইকিউএয়ারের তথ্যানুযায়ী ঢাকার গড় বায়ুমান ছিল ২০৯ চলতি বছর শুকনা মৌসুম শুরুর পর এটিই সর্বোচ্চ খারাপ। যা বিশ্বের ১২৭ নগরীর মধ্যে চতুর্থ।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে শহরগুলোর দূষণ।
রাজধানীর ছয় এলাকায় আজ দূষণ পরিস্থিতি অনেক খারাপ। ছয়টি স্থানেরই মান খুবই অস্বাস্থ্যকর। এ ছয় স্থান হলো দক্ষিণ পল্লবী (মান ২২৭), আইসিডিডিআরবি (২২৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২১), বেচারাম দেউড়ী (২১৬), কল্যাণপুর (২১০) ও গুলশানের বে’জ এজ ওয়াটার (২০৪)।
রিপোর্টার্স২৪/এসএন