রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করা সম্ভব হলেও প্রয়োজনীয় আইনি কাঠামো ছাড়া এই প্রক্রিয়া চালু করা ভবিষ্যতে সংকট সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই।
রবিবার (১৬ নভেম্বর) পটুয়াখালীর ছোট বিঘাই এলাকায় মানবিক সহায়তা প্রদান উপলক্ষে তিনি এসব কথা বলেন। স্থানীয় বৃদ্ধ আব্দুল গনি জমাদ্দার ও তার স্ত্রী মমতাজ বেগম সাত দিন ধরে না খেয়ে আছেন,এমন সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তাঁর নির্দেশে রিজভী ওই পরিবারকে আর্থিক সহায়তা দিতে সেখানে যান।
ছোট বিঘাই ইউনিয়নের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ওই দম্পতির হাতে সহায়তা তুলে দেওয়ার পর দক্ষিণ বড় বিঘাই গ্রামের বিঘাই হাট স্কুল মাঠে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে চায়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন গণভোটের কোনো আইনি কাঠামো দেশে এখনো নেই।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরসহ বিভিন্ন আলোচনা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ব্যক্ত করে রিজভী বলেন, ড. ইউনূস সরকারের প্রতি আমাদের আস্থা আছে। সেই আস্থা নষ্ট করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়।
দেশের ডেঙ্গু পরিস্থিতি, নিত্যপণ্যের দাম, কৃষি উৎপাদনসহ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগের সরকারের আমলে বিদেশি কোম্পানির সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তিকে তিনি ‘স্বার্থবিরোধী’ বলে উল্লেখ করেন।
সমাবেশে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি