রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন বা সড়ক অবরোধের (ব্লকেড) আহ্বান ছড়িয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শনিবার (৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। কেউ অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, কয়েক দিন ধরে কিছু ফেসবুক পেজ ও অনলাইন গ্রুপে আন্দোলন ও সড়ক অবরোধের আহ্বান জানানো হচ্ছে। এসব পেজে কিছু রাজনৈতিক নেতাকর্মীর ভিডিও বার্তাও ছড়ানো হয়েছে, যেখানে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা জানান, প্রতিদিনই যারা অনুমতিহীন মিছিল বা বিশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সব সময় মাঠে সক্রিয় আছে।
তিনি আরও বলেন, ফেসবুকে যেসব নতুন বার্তা বা উস্কানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, সেগুলো গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের বিশেষ অভিযান নিয়মিত চলছে।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। তারা বলেন, পুলিশ ২৪ ঘণ্টা সজাগ অবস্থায় আছে এবং দেশের শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব।
রিপোর্টার্স২৪/আরকে