| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উড়ে আসা প্রার্থীকে নিয়ে ঝিনাইদহে অস্থিরতা

  • আপডেট টাইম: 05-11-2025 ইং
  • 39898 বার পঠিত
উড়ে আসা প্রার্থীকে নিয়ে ঝিনাইদহে অস্থিরতা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-২ আসন বিএনপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অথচ এখানকার বিএনপি নেতাদের পাশ কাটিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে প্রার্থী করার গুঞ্জন ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে উঠেছে তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীরা। রাশেদ খানকে প্রার্থী করা হলে বিভক্তি আর অস্থিরতা শুরু হবে বলে মনে করেন এখানকার বিএনপি নেতারা। 

বিএনপির তৃণমূলের নেতারা বলছেন,  দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ মজিদকে নিয়ে নির্বাচন করার কথা ভাবছিলেন কর্মীরা। কিন্তু তাকে পাশ কাটিয়ে ঢাকার পরিচিত মুখকে মনোনয়ন দিলে স্থানীয়দের কাছে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে উঠবে। 

স্থানীয় নেতারা বলছেন ছাত্রদলের রাজনীতি দিয়ে যাত্রা শুরু করা অ্যাড. এম. এ. মজিদ তিন দশকেরও বেশি সময় ধরে রাজপথে সক্রিয়। এই নেতার নামে রয়েছে ৫৩টি মামলা। আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাঁকে একাধিকবার কারাভোগ করতে হয়েছে। এমনকি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি দলের ত্যাগী নেতা। 

অথচ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ইতোমধ্যে গণঅধিকার পরিষদের সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কয়েকটি আসনে যৌথ প্রার্থিতা নিয়ে আলোচনা করছে। যাকে  ‘অযৌক্তিক ও আত্মঘাতী’ বলে মনে করছেন স্থানীয় নেতারা। 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু বলেন, “ঝিনাইদহ সদর আসনে ভুল সিদ্ধান্ত হলে জেলা বিএনপির রাজনীতি ভেঙে পড়বে। আমরা ঐক্যবদ্ধ, মজিদ ভাইয়ের নেতৃত্বেই মাঠে আছি, থাকবো।”

হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাশেদ খানের এলাকায় কোনো কমিটি নেই, কোনো ভোটার সংযোগও নেই। মানুষ তাঁকে চেনে না। ভোট চাইতে গেলে মানুষ প্রশ্ন করবে আপনি কে?”

জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বলেন, “গত ১৬ বছর হামলা-মামলা সহ্য করেছি, বাড়িঘর পুড়েছে। সেই সংগঠনের ত্যাগ উপেক্ষা করে যদি  উড়ে আসা কেউ প্রার্থী হয়, আমরা তা মেনে নেব না।”

জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন বলেন, “যে নেতা নিজের ২০ জন কর্মী জোগাড় করতে পারে না, সে কিভাবে ঝিনাইদহের প্রার্থী হবে? 

জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একদিকে মজিদের জনপ্রিয়তা, অন্যদিকে ঢাকার নেতাদের মনোনয়ন গুঞ্জন এটা দলীয় বিভক্তি ডেকে আনতে পারে। চাপিয়ে দেওয়া প্রার্থী এলে অনেকে হয় ভোটবিমুখ হবে, নয়তো প্রকাশ্যে বিদ্রোহ করবে।”

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আশঙ্কা, ঝিনাইদহ-২ আসনে মনোনয়ন বিভ্রান্তি না মেটালে বিএনপি নির্বাচনে বড় ক্ষতির মুখে পড়বে। 


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪