| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও উদ্বেগ

  • আপডেট টাইম: 05-11-2025 ইং
  • 39703 বার পঠিত
এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও উদ্বেগ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক:  চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে  গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি অবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় অনার দাবি জানিয়েছেন ।

বুধবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানান বিএনপি মহাসচিব।

স্থানীয় বিএনপি নেতারা জানান,লীয় মনোনয়ন পেয়ে বুধবার বিকাল সোয়া ৫ টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। 

এরশাদ উল্লাহকে কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

এরশাদ উল্লাহর সমর্থকরা জানিয়েছেন, গণসংযোগ চলাকালীন সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এসময় আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গুলির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি। 

প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪