রিপোর্টার্স২৪ডেস্ক: দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে এবার তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালকের চাকরি হারিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে দোষারোপ করছিলেন তিনি।
আজ বুধবার(৫ নভেম্বর) সন্ধ্যায় মুনতাসিরকে অব্যাহতি দেওয়া বিষয়ক চিঠি প্রকাশ করা হয়েছে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে । এতে মুনতাসিরের উদ্দেশে বলা হয়, ‘গত ১২ অক্টোবর আপনাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব দেন। ওই জবাব পর্যালোচনা করে আপনার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং আগের ঘটনায় শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় আপনাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।’
জুলাই গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্টে উপপরিচালক পদে চাকরি পেয়েছিলেন। আর উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলম রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রেড ক্রিসেন্টে মুনতাসির মাহমুদের চাকরিটি ছিল অস্থায়ী।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কয়েক দিন ধরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করছিলেন মুনতাসির।
এনসিপির পক্ষ থেকে নিষেধ করার পরও গত ১২ অক্টোবর লোকজন নিয়ে মুনতাসির সেখানে বিক্ষোভ করেন। ওই দিন রেড ক্রিসেন্টের বোর্ড সভায় তাঁকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। বোর্ড সভায় উপদেষ্টার ভাই মাহবুব আলমও ছিলেন। সভার পর রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বের হতে গেলে তাঁকে অবরুদ্ধ করেন মুনতাসির মাহমুদের অনুসারীরা।
তারপর সেদিনই মুনতাসিরকে কারণ দর্শানোর নোটিশ ও পদ থেকে অব্যাহতির চিঠি ফেসবুকে প্রকাশ করে এনসিপি।
`এনসিপি অচিরেই তাদের ভুল বুঝতে পারবে’
এদিকে দল থেকে সদ্য অব্যাহতি পাওয়া সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ মন্তব্য করেছেন,‘এনসিপি অচিরেই তাদের ভুল বুঝতে পারবে’
বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মুনতাসির তার পোস্টে বলেন, ‘আমি মোটেই শোকাহত নই, অনুতপ্ত নই। আমি সত্য ও ন্যায়ের জন্য লড়েছি, লড়ব। এনসিপি অচিরেই তাদের ভুল বুঝতে পারবে।’এর আগে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। মুক্ত হলাম। যারা স্পষ্টত অন্যায়, দুর্নীতি এবং শাহবাগী বয়ানের পক্ষে দলীয় অবস্থান নিয়েছে, তাদের সাথে না থাকাই শ্রেয়।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ বুধবার মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
রিপোর্টার্স২৪/এসসি