রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবি নিয়ে রাজধানীর রাজপথে নামল জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকেই শাপলা চত্বর ও পুরানা পল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার পর ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে শাপলা চত্বর অভিমুখে আসতে থাকেন। পরে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগের বৈঠক বুধবার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান,
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে স্মারকলিপি দেবো। আমাদের দাবি আগের মতোই একেবারে সুস্পষ্ট—গণভোট অবশ্যই নির্বাচনের আগে এবং পৃথক দিনে অনুষ্ঠিত হবে।
দলগুলোর পাঁচ দফা দাবি হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
রিপোর্টার্স২৪/ঝুম