| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কখনোই দল বা জিয়া পরিবারের সঙ্গে মোনাফেকি করিনি : লতিফ জনি

  • আপডেট টাইম: 06-11-2025 ইং
  • 38367 বার পঠিত
কখনোই দল বা জিয়া পরিবারের সঙ্গে মোনাফেকি করিনি : লতিফ জনি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭টি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গত সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু। এই আসনে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের আরো বেশ কয়েকজন নেতা ছিলেন মনোনয়ন প্রত্যাশী। এরমধ্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. আবদুল লতিফ জনি অন্যতম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে বারোটার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। যেখান দল ও নিজেকে নিয়ে লিখেছেন নানান কথা। 

পোস্টের শুরুতে লতিফ জনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমি গত ৪৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে গর্বের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখেছি সারাটি জীবন ধরে। স্বৈরাচার  এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে দীর্ঘ ৫ মাস ১৯ দিন কারাবরণ করেছি — তবুও দলের পতাকা হাতে রাখার সাহস হারাইনি। দলের দুঃসময়ে কখনোই দল বা জিয়া পরিবারের সঙ্গে মোনাফেকি করিনি।’

তিনি লিখেছেন, ‘১/১১-এর ভয়াবহ সময়েও সামনের সারিতে থেকে দলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। যে দায়িত্বই দলের পক্ষ থেকে পেয়েছি, চেষ্টা করেছি পূর্ণ ঈমানদারী ও সততার সঙ্গে পালন করতে। আমার রাজনীতির পথে কখনো সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্যায়ের ছায়া পড়েনি— আল্লাহ মাফ করুন, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি কখনো জড়িত ছিলাম না।’

জনি আরো লেখেন, ‘দলের আদর্শই আমার পথনির্দেশ, দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত ফয়সালা। আমি বিশ্বাস করি— মহান আল্লাহই সর্বোত্তম ফয়সালাকারী।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪