রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময়ে গণভোট দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ অভিমত প্রকাশ করেছে যে, ‘জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকারের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।
তারা বলেন, ‘সরকারের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতার কাণেই রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, যা কোনভাবেই কাম্য হতে পারে না। নিয়মতান্ত্রিক উপায়ে সনদ বাস্তবায়নের পথ তৈরি না হলে গণতান্ত্রিক পক্রিয়া বাধাগ্রস্থ হতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনী ভিত্তি না দিলে নতুন নতুন সমস্যার সৃষ্টি হতে পারে। মনে রাখতে হবে, গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে। গণভোট হলেই এটা আদেশে পরিনত হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলা হবার আশঙ্কা রয়েছে। তখন গণভোটে কম ভোট পড়বে।’
নেতৃদ্বয় বলেন, ‘জুলাই সনদ ও গণভোটকে ঘিরে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার জন্য অর্ন্তবর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন কেউ দায় এড়াতে পারে না। সরকার গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিয়ে দায়মুক্তির চেষ্টা করছে, যা সংকটকে আরও ঘণীভূত করে তুলছে।’
তারা বলেন, ‘জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতা জাতির জন্য উদ্বেগজনক। দেশবাসীর প্রত্যাশা করে কোনোরকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহন করবে। অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, জুলাই সনদের আই ভিত্তি ও নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না হলে দেশ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।’
বিএনপি নেতা এরশাদকে গুলিসহ হতাহতের ঘটনায় ন্যাপ'র নিন্দা ও প্রতিবাদ
‘গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি ও এক জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ এবং একই সাথে গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।
তারা বলেন, ‘এই ঘটনা প্রমান করে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক পরিস্থিতি ধারণ করছে। প্রকাশ্যে গুলি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।’
নেতৃদ্বয় বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরশাসনের পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নৈরাজ্যের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারে সক্রিয় হয়ে উঠছে। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম প্রকাশ।’
রিপোর্টার্স২৪/এসসি