রিপোর্টার্স২৪ ডেস্ক:সাবেক অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক রাষ্ট্রদূত আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন।
বৃহস্পতিবার(৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রিপোর্টার্স২৪/সোহাগ