| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটাধিকার ও মৌলিক অধিকার ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না: ফখরুল

  • আপডেট টাইম: 07-11-2025 ইং
  • 36604 বার পঠিত
ভোটাধিকার ও মৌলিক অধিকার ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না: ফখরুল
ছবির ক্যাপশন: ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর থেকেই দেশে গণতন্ত্রের বিরুদ্ধে নতুন চক্রান্ত চলছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতিতে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস, যা নির্দেশ করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিভাবে একটি শক্তিশালী ও স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

আজ  শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ২০ থেকে ১০টা ৫০ পর্যন্ত চলা এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা অংশ নেন।

পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফখরুল বলেন, ৭ নভেম্বর শুধু বিএনপির নয়, দেশের প্রত্যন্ত মানুষের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবস আমাদের শেখায়, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। আমরা সেই লক্ষ্যে দেশ ও দলের সর্বস্তরের মানুষকে নিয়ে এগিয়ে যাব।

এক প্রশ্নের জবাবে, জামায়াতে ইসলামের নায়েবে আমিরের ফোন বিষয়ে তিনি বলেন, “আমাদের স্থায়ী কমিটির বৈঠকে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটিই আমাদের দৃষ্টিভঙ্গি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা, যেমন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪