চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শত শত নেতাকর্মী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। এর আগে বিকেলে সরওয়ার আলমগীরের সমর্থনে অপর একটি মিছিল বের হয়। ফলে দুই গ্রুপের মহড়া ও পাল্টা কর্মসূচিতে ফটিকছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘গত ১৭ বছর ধরে আজিম উল্লাহ বাহার মাঠে থেকে জুলুম-নির্যাতন, হামলা-মামলার মধ্যেও দলের পক্ষে কাজ করেছেন। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পেয়ে হামলার শিকার হয়েছিলেন। এমন ত্যাগী নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া ফটিকছড়ির তৃণমূলের প্রতি অবিচার।’
তাদের দাবি, ‘যাকে প্রার্থী করা হয়েছে তিনি ঋণখেলাপি, তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণও নেই। তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মনোনয়ন পরিবর্তন করে যোগ্য প্রার্থীকে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
অন্যদিকে সরওয়ার আলমগীরের সমর্থকরা পাল্টা অভিযোগ করে বলেন, ‘আজিম উল্লাহ বাহার ২০১৮ সাল থেকে বিএনপি রাজনীতিতে যুক্ত হয়েছেন। তার ভাইয়েরা জামায়াত-শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি অতীতে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি করেছেন, যার কারণে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।’
তারা আরও অভিযোগ করেন, ‘বাহার তার স্ত্রীর চটপটির দোকানের নামে ২৩৪ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন এবং নিজের পছন্দের লোকদের দিয়ে ইউনিয়ন কমিটি গঠন করেছেন।’
উল্লেখ্য, গত সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। এই আসনে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
রিপোর্টার্স২৪/আয়েশা