ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গি এলাকা থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, “বিগত দিনে বহিরাগতরা এখানে এসে নির্বাচনের প্রচারণা চালিয়ে বিজয়ী হয়েছেন। আমি আমার জন্মভূমিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। কিন্তু রাতের আঁধারে আমার গেট, ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচন কমিশনের কাছে ফরিদপুর-৪ আসনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবি জানাচ্ছি। তা না হলে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”
রিপোর্টার্স২৪/আয়েশা