| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিছিয়ে পড়া মানুষদের রাজনীতিতে অংশ নিতে হবে: আমীর খসরু

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 27608 বার পঠিত
পিছিয়ে পড়া মানুষদের রাজনীতিতে অংশ নিতে হবে: আমীর খসরু

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাজনীতি, সমাজ ও অর্থনীতিতে পিছিয়ে পড়া মানুষের জন্য এখন সমান অংশগ্রহণের একটি বড় সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের স্রোত সৃষ্টি হয়েছে, তা জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনই সময়—আমাদের সবাইকে, বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষদের, রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।’

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘বিএনপি সবসময়ই বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কাজ করে এসেছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে যেখানে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘একটি অংশগ্রহণমূলক সমাজ গঠনের মধ্য দিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব এবং তাতেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তব প্রতিফলন ঘটবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪