| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা মিয়া গোলাম পরওয়ারের

`শিক্ষকদের দাবি মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব'

  • আপডেট টাইম: 09-11-2025 ইং
  • 26008 বার পঠিত
`শিক্ষকদের দাবি মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব'
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনা নিন্দা জানিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং বেদনাদায়ক। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরও সহনশীল আচরণ কাম্য।’

তিনি আরও বলেন, ‘অন্যদিকে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও পুরো জাতিকে উদ্বিগ্ন করছে। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। শিক্ষার ক্ষতি যে কোনো জাতির জন্য অপূরণীয় এ বিষয়টিও সম্মানিত শিক্ষকসমাজকে বিবেচনায় নিতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,‘কঠোর অবস্থান থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধান করা হোক।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪