| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টা অনশনে তারেক, অনড় ইসি

  • আপডেট টাইম: 09-11-2025 ইং
  • 25983 বার পঠিত
নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টা অনশনে তারেক, অনড় ইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। তবে এই ইস্যুতে এখনও অনড় অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘অনশনের এই কর্মসূচি ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। এ সময় উপস্থিত এক সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি আরও বলেন, ‌আপনি আমাকে বলেন ‘ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো.. ইউ গট মাই আনসার।’

এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মূল গেটের সামনে সরেজমিন দেখা যায়, তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় শুয়ে আছে। তেমন কথাও বলছেন না।

তার আশপাশে মানুষের ভিড়। কেউ আসছেন তার সঙ্গে সংহতি জানাতে, কেউ আসছে শুধু তাকে দেখতে। এমন মানুষের ভিড়েই চোখ বন্ধ করে নীরবে শুয়ে আছেন তারেক। দুর্বল হয়ে এসেছে কণ্ঠস্বর, ঠিকমতো কথা আর বলতে পারছেন না তিনি।

এ সময় নিজের সিদ্ধান্তে অনড় আছেন কি না জানতে চাইলে খুবই ধীরে তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। 

ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, কেউ আর যোগাযোগ করেনি। সেদিন (বৃহস্পতিবার) যে একজন উপসচিব এসেছিলেন, তিনি যে গিয়েছেন আর কেউ এরপর আসেনি। কেউ যোগাযোগ করেনি। কোনো চিঠি বা কিছুই দেয়নি। শারীরিক অবস্থা জানিয়ে তারেক বলেন, শরীরে অনেক ব্যথা করছে। তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেদিন তারেক রহমানের ‘আম জনতার দল’ নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে। এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসে যান তিনি। সে অনশনের এখন ১২৩ ঘণ্টা চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪