| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়: আমীর খসরু

  • আপডেট টাইম: 09-11-2025 ইং
  • 25945 বার পঠিত
মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়: আমীর খসরু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। আর দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত। কেন স্থগিত? বলব, আমরা নির্বাচনের পরে করব। এটা বিনিয়োগ হোক, ব্যবসা-বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত সবকিছু স্থগিত, স্থবির।

রোববার(৯ নভেম্বর) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে আয়োজিত ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বইয়ের লেখক ও প্রকাশক হলেন নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন।

তিনি অভিযোগ করেন, এক পক্ষ দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার পরিবর্তে নির্বাচনের মাঠ বিলম্বিত করতে মাঠে রয়েছে। যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ?এমন প্রশ্নও তোলেন তিনি।

বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছে যে সংবিধানের অধীনে, সেই সংবিধানে গণভোট-সংক্রান্ত কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন খসরু। তিনি বলেন, সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে। বাংলাদেশের সংবিধান আছে বর্তমানে। সংবিধানে গণভোটের কোনো অপশন নেই। 

দ্য ফিন্যান্স টুডের নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,  যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, জাহিদ চৌধুরী প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪