| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিটের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান নাসীরের

  • আপডেট টাইম: 10-11-2025 ইং
  • 22384 বার পঠিত
সিটের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান নাসীরের

রিপোর্টার্স২৪ ডেস্ক:একটি সিটের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান নাসীর। 

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’

এর আগে বিকেলে তিনি নিজেদের কার্যালয়ে একটি সভায় অংশ নেন। সেখানে বলেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের বাইরে একটি ‘সংস্কার জোট’ হবে। জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। 

ওই সভায় তিনি আরও বলেন, যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে আপনারা দুই দল (বিএনপি ও জামায়াত) নির্বাচন পেছানোর জন্য দায়ী থাকবেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ।

কারও বুকে দাঁড়িপাল্লার ব্যাজ থাকুক বা ধানের শীষের; বুঝে শুনে গিয়ে সংস্কার জোটে ভোট দিয়ে আসার আহ্বানও জানান নাসীর।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪