রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রস্তুতিকালে তন্ময় সাহা (২৯), শেখ ফরহাদ ওরফে ভোলা ফরহাদ (৩৮) নামে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় কোনও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে ধানমণ্ডির ২৭ নম্বরে মোঘল রেস্তোরাঁয় সামনে ঝটিকা মিছিল প্রস্তুতিকালে দুই যুবলীগ নেতা শেখ ফরহাদ এবং তন্ময় সাহাকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ককটেল বিষ্ফোরণের বিষয়টি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে ২৭ নম্বর সড়কে ঝটিকা মিছিল প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। এরমধ্যে তন্ময় সাহা ফরিদপুর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা ফরহাদ গাজীরটেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
রিপোর্টার্স২৪/এসসি