রিপোর্টার্স ২৪ ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন,চীন থেকে অস্ত্র কিনলে অন্য কোনো দেশের নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা নেই।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায়, ‘বাংলাদেশ ভারসাম্যের নীতি বজায় রেখেছে এবং রাখবে’ বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা তিনি জানান।
প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য ঠেকাতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র।ওই আইন অনুযায়ী কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে ওয়াশিংটনের নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে।
চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ। অন্যতম পরাশক্তিধর দেশটি থেকে নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে অন্তর্বর্তী সরকার বলে জানায় গণমাধ্যমগুলো।
রিপোর্টার্স২৪/বাবি