| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রদূত মুশফিকের প্রশ্ন-

লড়াইয়ে ঐক্য হলে, দেশ পরিচালনায় কেন নয়?

  • আপডেট টাইম: 11-11-2025 ইং
  • 19347 বার পঠিত
লড়াইয়ে ঐক্য হলে, দেশ পরিচালনায় কেন নয়?

রিপোর্টার্স২৪ ডেস্ক: সব বিষয়ে ঐকমত্য না থাকলেও, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 

ফেইসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘মনে পড়ছে নিউইয়র্ক টাইমসে মাত্র দুই বছর আগে প্রকাশিত সেই মর্মস্পর্শী প্রতিবেদন- “বাংলাদেশে নীরবে গণতন্ত্রকে পিষে ফেলা: বিচারাধীন লাখো মানুষ।” প্রতিবেদনটিতে উঠে এসেছিল, কিভাবে দেশের প্রধান বিরোধী দলের নেতারা হাজারও মামলার বোঝা বয়ে কোর্টের বারান্দায় রাত্রিযাপন করছিলেন, কিভাবে নির্বাচন সামনে রেখে গোটা বিরোধী শিবিরকে পক্ষাঘাতে পরিণত করা হচ্ছিল।

দেশ চালানোর আকাঙ্ক্ষা অপরাধ নয়—বরং থাকা উচিত। কিন্তু তা অতীতের নির্মম অভিজ্ঞতা আর নেতা-কর্মীদের ত্যাগ ভুলে নয়। এমন মন্তব্য করে তিনি লেখেন- এখনও এক ভয়ংকর দানব পেছনে তাড়া করে বেড়াচ্ছে। সুযোগ পেলেই ছোবল দিতে প্রস্তুত। সেই দানবের বিরুদ্ধে এই দেশেই আমরা দেখেছি ইস্পাত-কঠিন ঐক্য। রাস্তায়, কারাগারে, মঞ্চে, বক্তৃতা-বিবৃতিতে—সবাই একে অপরের দুঃখ ভাগ করেছেন, একই স্টেজ শেয়ার করেছেন, গণমানুষের জমায়েতে মাইক্রোফোন তুলে দিয়েছেন। ধানের শীষ একসময় হয়ে উঠেছিল সার্বজনীন প্রতীক।

তিনি আরো লেখেন, ‘একবার অন্তত ভাবুন সেই গুম-খুনের ভয়াবহ সময়, ফাঁসির মঞ্চে নেতাদের নির্মম প্রাণ বিসর্জন, ছাত্র-জনতার বুক পেতে গুলির মুখে দাঁড়ানো সেই সাহস। যে নেতৃত্বের মাধ্যমে ঐক্য গড়ে তুলে বিগত দেড় দশক শেখ হাসিনা-বিরোধী আন্দোলনে লড়েছেন, সেই ঐক্য কিংবা নেতৃত্ব দেশ গঠনে কেন ভূমিকা রাখতে পারবে না?’

সর্বশেষে আনসারী লেখেন, ‘তবে অবশ্যই প্রধান রাজনৈতিক দলকে দেশের অভিভাবকত্ব লাভের আগে রাজনৈতিক অভিভাবকত্ব গ্রহণে আগের মতোই পারস্পরিক সমঝোতা অটুট রাখা জরুরি। সব বিষয়ে ঐকমত্য না থাকলেও, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক। যারা ভাবতে পারেন, তারা ভাবুন। নিজেদের এবং দেশের মানুষের ভবিষ্যৎ যেনো আবার অন্ধকারে নিমজ্জিত না হয়।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪