রিপোর্টার্স২৪ ডেস্ক: একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১২ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোর দেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল অংশ। দীর্ঘদিন ধরে তারা দেশ ও সেনাবাহিনীর সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আপনাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত হতে হবে।
জেনারেল ওয়াকার-উজ-জামান এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট, এএসসিসি অ্যান্ড এস তাকে অভ্যর্থনা জানান।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সেনাপ্রধান আলোচনা করেন আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
সম্মেলনে উপস্থিত ছিলেন আর্টডকের জিওসি, বিএমটিএফের মহাপরিচালক, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট এএসসিসি অ্যান্ড এস এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়করা।
রিপোর্টার্স২৪/ঝুম