| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিটিটিসি চেয়ারম্যান মইনুল খান ‘স্বেচ্ছায় অবসরে’

  • আপডেট টাইম: 12-11-2025 ইং
  • 17984 বার পঠিত
বিটিটিসি চেয়ারম্যান মইনুল খান ‘স্বেচ্ছায় অবসরে’

রিপোর্টার্স২৪ ডেস্ক : চাকরির বয়স মাত্র ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বুধবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মইনুল খান বর্তমানে সৌদি আরবে ওমরাহ পালন করছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, তিনি আগেই অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন যে স্বেচ্ছা অবসরে যেতে চান।

তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৩০ অক্টোবর তার পদত্যাগপত্র জমা দেওয়া হয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে তার আবেদনপত্রের কপি রয়েছে। ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তিনি সরকারি ছুটিতে ছিলেন।

বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে জানা গেছে, মইনুল খান অফিসের সামাজিক মাধ্যম গ্রুপে সহকর্মীদের কাছে তার সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত জানান এবং দোয়া চেয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, সরকারি চাকরিতে প্রায় ৩২ বছর কাজের সময় সর্বোচ্চ পেশাদারিত্বের চেষ্টা করেছেন এবং সরকারের জন্য সর্বদা ‘ভ্যালু’ সংযোজনের চেষ্টা করেছেন।

মইনুল খান গবেষণা ও শিক্ষায় আগ্রহী। তিনি চাকরি ছেড়ে দিয়ে তার আগ্রহের জায়গায় কাজ করতে চান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্রাজুয়েট।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪