স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এর আগে বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে দলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়।
মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য থেকে শুরু করে সব ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব