রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের শুধু গান, নাচ বা বাদ্যযন্ত্রের মাধ্যমে নয়, বরং রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, আনন্দের মধ্যেই শিশুদের নিজস্ব মেধা চোখের সামনে আসে, যা তাদের ব্যক্তিত্ব ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, শুধু একটিমাত্র বিষয়ে শিশুর প্রতিভা পরিমাপ করলে অনেক মেধা অদৃশ্য হয়ে যাবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার সুযোগ দিলে দেখা যাবে, কেউ এখানে, কেউ সেখানে এগিয়ে যাচ্ছে। এর ফলে শিশুরা মনে করবে, ‘আমি পারছি’। এটি তাদের উৎসাহ বৃদ্ধি করবে এবং নিজেকে আবিষ্কার করতে সাহায্য করবে।
তিনি বিজয়ীদের উদ্দেশে বলেন, যারা আজ বিভিন্ন স্তর পার হয়ে বিজয়ী হয়েছেন, তারা ভবিষ্যতে আরও ভালো করতে পারবেন। এটি তাদের জীবনে গুরুত্বপূর্ণ এক অনুপ্রেরণা।
উপদেষ্টা আরও জানান, শিশুরা প্রযুক্তি, উদ্ভাবনী বিজ্ঞান, খেলাধুলা, ফ্যাশন ডিজাইন, খাদ্যপ্রস্তুতি এবং উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, একজন ভালো গায়ক নাও হতে পারে, কিন্তু সে বিজ্ঞানী বা উদ্যোক্তা হতে পারবে। আমাদের কাজ হলো তাদের মেধা ও আগ্রহ অনুযায়ী সুযোগ তৈরি করা।
মুহাম্মদ ইউনূস বলেন, দেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী তাদের প্রতিভা তুলে ধরতে হবে। আমাদের লক্ষ্য, শিশু-কিশোররা দেশের সেরা এবং বিশ্বের সেরা পর্যায়ে পৌঁছাক।
এর আগে প্রতিযোগিতার দুই বিভাগের দুই বিজয়ীর হাতে ৩ লাখ টাকার চেক ও ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি প্রধান উপদেষ্টা সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।
রিপোর্টার্স২৪/ঝুম