রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ও জামায়াতের পারস্পরিক বিভাজনই আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার সুযোগ করে দিচ্ছে।
তিনি বলেন, একদিকে জামায়াতের ভাইয়েরা, অন্যদিকে বিএনপির ভাইয়েরা। একজন আজ কর্মসূচি দেয়, আরেকজন কাল কর্মসূচি দেয়। এই বিভক্তির কারণেই আওয়ামী লীগ ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে তাদের কোনো আপত্তি নেই। তবে তিনি নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, ইসিকে শক্তিশালী না করে একদিনে গণভোট ও নির্বাচন আয়োজন করা বিপজ্জনক হতে পারে।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের যেসব ব্যবসায়ী আগে দলের অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছিল, সেই কাঠামো ভাঙতে পারেনি সরকার। বরং সেই টাকাই এখন নাশকতায় ব্যবহৃত হচ্ছে।
এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, এই সরকারের নৈতিক ভিত্তি ছিল গণঅভ্যুত্থান ও বিপ্লব। সরকারের উচিত ছিল জনগণের সামনে শপথ পাঠ করা সেই জায়গায় তারা ভুল করেছে। এখন প্রশ্ন হলো, জুলাই সনদকে আইনি ভিত্তি কে দেবে? নৈতিকতার জায়গা থেকে ড. মুহাম্মদ ইউনূসই তা দিতে পারেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য গণভোটের চেয়ে আলু চাষীদের হিমাগার বেশি দরকার এর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ওনার হয়তো অজ্ঞতা আছে। আলুর সিন্ডিকেট তো ওনার নিজের লোকেরাই নিয়ন্ত্রণ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম