রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর মিরপুর বেড়িবাঁধে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন দিয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা আরেকজনকে ধরে পুলিশে দিয়েছেন ।
শাহ আলী থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে। এ সময় আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এসআই আনোয়ার বলেন, বাসে আগুন দিয়ে পালানোর সময় জনগণের ধাওয়ায় একজন তুরাগ নদীতে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই সময় স্থানীয়রা রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজনকে আটক করে পুলিশে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইজন দুর্বৃত্ত পার্কিং করা ঢাকা মেট্রো ব-১৩-১২৬২ নম্বর বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে এবং অপরজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তাকে নিথর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের আসন ও জানালার গ্লাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
রিপোর্টার্স২৪/বাবি