| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি সফরে যা‌চ্ছেন নিরাপত্তা উপদেষ্টা

  • আপডেট টাইম: 14-11-2025 ইং
  • 6711 বার পঠিত
অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি সফরে যা‌চ্ছেন নিরাপত্তা উপদেষ্টা
ছবির ক্যাপশন: অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি সফরে যা‌চ্ছেন নিরাপত্তা উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী সপ্তাহে অংশগ্রহণ করবেন আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সংলাপে। এটি খলিলুর রহমানের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হিসেবে প্রথম ভারত সফর হবে।

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, ভারতের নয়াদিল্লিতে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সংলাপ। এই জোটের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সং‌শ্লিষ্ট সূত্রগু‌লো বল‌ছে, নিরাপত্তা সংলাপের পাশাপাশি খলিলুর রহমানের এবং অজিত দোভালের মধ্যে একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই প্রথমবারের মতো ভারতের এই আঞ্চলিক নিরাপত্তা সংলাপে যোগদান করবেন, যা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪