নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ কাঁচপুর ব্রিজের নিচ থেকে শোডাউনটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, ফতুল্লা, পঞ্চবটি হয়ে চাষাঢ়ায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “শেখ হাসিনা দেশে হত্যা, খুন ও নৈরাজ্যের রাজনীতি করেছে। এখন দিল্লিতে বসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে আগামীর বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত একটি সমৃদ্ধ দেশ। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করা হবে।”
মোটরসাইকেল শোডাউনের কারণে সড়কে ভোগান্তির বিষয়টি উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন।
এদিকে একইদিন নারায়ণগঞ্জ-৩ আসনে ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে সোনারগাঁ এলাকায় এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মইনুদ্দিন আহমাদের নেতৃত্বে সদর-বন্দর এলাকায় পৃথক শোডাউন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মো. জাকির হোসাইন, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক (উত্তর) আবুল কালাম আজাদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মী।
রিপোর্টার্স২৪/আয়েশা