রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার জেলা সদর শিশু একাডেমিতে জরুরি সভায় এই ঘোষণা দেন জেলা বিএনপি।
সভায় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। জেলা বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করা, একই দিনে প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং আগামী কয়েক দিনের মধ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনের আরেকটি সভা আয়োজন করা।
এর আগে জেলা সদরে অবস্থিত প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রাখা হয় এবং তার পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, তরুণ ভোটারদের মধ্যে অনেকের ভোট দেয়ার অভিজ্ঞতা নেই। ১২ কোটি ভোটারের মধ্যে ৪ কোটি তরুণ। এই ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রচারণা ও কাজের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে হবে। খালেদা জিয়াকে তারা শুধু আন্দোলন-সংগ্রামে দেখেছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। তাই আমাদের ব্যবহার, আচরণ ও বার্তায় তরুণদের মন জয় করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পরিচালনা করেন সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।
দিনাজপুরে এই আনুষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে বিএনপি সক্রিয়ভাবে ভোটারদের কাছে পৌঁছানোর প্রস্তুতি শুরু করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম