রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনো রাজনৈতিক দলের পদধারী ব্যক্তি প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি বা কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবেন না। শনিবার (১৫ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য প্রকাশ করেন।
সারজিস আলম বলেন, প্রেসক্লাবের কমিটি অবশ্যই এমনভাবে গঠিত হওয়া উচিত, যাতে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকে না। অন্যথায় সাংবাদিকতার নামে দলীয় প্রভাব বা অপসংবাদিকতার উদাহরণ তৈরি হবে। অপেশাদার, দলীয় ও তোষামোদী সাংবাদিকরা প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ করবেন।
তিনি আরও সতর্ক করে বলেন, যারা নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার আগে কোনো দলের পদধারী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করেন, তারা কখনোই সাংবাদিকদের প্রকৃত প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন না।
সারজিস আলমের এই মন্তব্য প্রেসক্লাব কমিটির স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং সাংবাদিকতার মুক্ত পরিবেশ রক্ষার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম