রিপোর্টার্স২৪ ডেস্ক : ইতিহাস বিকৃতি কিংবা আড়াল করে নতুন করে ইতিহাস লেখার যে চেষ্টা চলছে, বাংলাদেশের মানুষ তা কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।
পোস্টে সোহেল তাজ লিখেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা বাদ দিয়ে ইতিহাস বিকৃতি/আড়াল করে নতুন ইতিহাস রচনার মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনের চেষ্টা এই দেশের মানুষ কখনো মেনে নেবে না।
এর আগে গত ১২ নভেম্বর বিকেল ৩টা ৫১ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৯ ফ্লাইটে কাতার হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সোহেল তাজ। ইমিগ্রেশন প্রসিকিউশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তিনি ইমিগ্রেশন সম্পন্ন করেন।
বিমানবন্দর ত্যাগের পর একইদিন সকালে ফেসবুকে আরেক পোস্টে তিনি জানান, দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। ৩ ঘণ্টার ট্রানজিট শেষে ১৫ ঘণ্টার ফ্লাইটে রওনা হব ইউএসএ-এর উদ্দেশ্যে। গত ১৫ বছরে এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছি। তখন এই বিমানবন্দরটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল। আর এখন এটি বিশ্বের ব্যস্ততম ও সেরা এয়ারপোর্টগুলোর একটি।’
রিপোর্টার্স২৪/আরকে