| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: আইজিপি

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2731 বার পঠিত
কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: আইজিপি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন বানচাল করার ক্ষমতা কোনো অপশক্তির নেই। মানুষ নির্বাচনমুখী, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনায় বয়রাস্থ কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন আইজিপি।

এর আগে তিনি খুলনার পাঁচটি নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময়সভায় মিলিত হন। এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

আইজিপি জানান, পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে অতীতের সমালোচনা এড়াতে এবার প্রথমবারের মতো সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে এবার আমরা নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশ একা নয়, সমাজের সাধারণ মানুষই আমাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা সব কিছুই আমরা নজরদারিতে রেখেছি।”

পুলিশের অতীত বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “যারা পক্ষপাতিত্ব বা অনিয়মে জড়িত এবং সংশোধনযোগ্য নন, তাদের নির্বাচনী ডিউটিতে রাখা হবে না। এসপি ও ডিআইজিরা সংশ্লিষ্টদের চিহ্নিত করছেন। নির্বাচনের আগে তাদের তালিকা করে নির্বাচনী ডিউটি থেকে বাদ দেওয়া হবে।”

সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ বিষয়ে তিনি আরও জানান, “সাংবাদিকদের কোনো রকম বাধা দেওয়া হবে না। বরং আমরা উৎসাহিত করব যাতে আপনি স্বাধীনভাবে ভোটের নিউজ কাভার করতে পারেন।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪